Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে উদীচীর নবান্ন উৎসব উদযাপন

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০২:৪২:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রওশন আলী মঞ্চে নবান্ন উৎসব করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। শুক্রবার এ উপলক্ষে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে সংগঠনটি শিল্পীরা। সব শেষে পায়েশ দিয়ে মিষ্টি মুখ করানো হয়। 

বিকেল সাড়ে ৫টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এতে সংগঠনের দেড়শতাধিক শিল্পী অংশ নেয়। শুরুতে সমবেত কন্ঠে ‘আয়রে মোরা ফসল কাটি’  (রবীন্দ্র সঙ্গীত) ও ‘হেই সামালো ধান’ (গণ সঙ্গীত) দুটি পরিবেশিত হয়। পরে একদল  শিশু নৃত্য পরিবেশন করে। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)