Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটা হাইস্কুলের শিক্ষকের ইন্তেকাল

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:২৪:৩৩ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা সরকারি বিবিএমপি ইস্টিটিউশন হাইস্কুলের (অবসরপ্রাপ্ত) শিক্ষক হবিবর রহমান (হবি স্যার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গতবছর স্ত্রীর মৃত্যু হওয়ায় তিনি দেবহাটা উপজেলার নাংলা গ্রামের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন, প্রাক্তন অনেক গুণী শিক্ষার্থী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

হবিবর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানারকম রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। অনেকে তার বাড়িতে ছুটে যান প্রিয় শিক্ষককে দেখার জন্য। বুধবার জোহরবাদ শিক্ষক হবিবর রহমানের জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শতবর্ষী গুণী শিক্ষক হবিবর রহমানের জানাজায় নলতা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুনছুর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের সাবেক শিক্ষক মোজাম্মেল হক মোজাম, নাংলা হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, মাওলানা রুহুল আমিন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ অনেক শিক্ষকমন্ডলী, সুধীজন, জনপ্রতিনিধি ও শ’শ’ মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে বুধবার প্রথম কার্যদিবসে প্রাত্যহিক সমাবেশে স্যারের বিদেহী রুহের মাফফেরাত কামনায় নিবরতা পালন ও দোয়া পরিচালনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)