Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাজুসের মতবিনিময়সভা

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৮:৪৫:০৭ এম

ঝিনাইদহ প্রতিনিধি: বাজুস বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন ঝিনাইদহ শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাজুস ঝিনাইদহ শাখার সভাপতি পঞ্চরেশ চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের সহসম্পাদক মোঃ লিটন হাওলাদার, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান, সদস্য রকিবুল হাসান চৌধুরী।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমাদের দেশে স্বর্ণ ব্যবসার বিপ্লব ঘটেছে। যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। প্রান্তিক পর্যায়ের স্বর্ণ কারিগরিদের উৎসাহিত করতে আমাদের সভাপতি সায়েম সোবাহান আনভীর মহোদয়ের বার্তা ও সার্বিক দিক নির্দেশনা নিয়ে আমরা প্রতিটি জেলায় জেলায় মতবিনিময় সভা করে যাচ্ছি। এবং সারা বিশ্বে এর বিপ্লব ঘটাতে চাই। পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝিনাইদহ জুয়েলারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাধন সরকার।

উল্লেখ্য. এ মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার ৬ উপজেলার জুয়েলারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)