Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০১:০৫:১৮ পিএম

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় স্বেচ্ছসেবী সংগঠন তাবাস্সুম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প হয়েছে। শুক্রবার স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। 

দিনব্যাপী এই ক্যাম্পে সহযোগিতা করে মাক্স মেডিকেল সার্ভিসেস ও স্বেচ্ছাসেবী সংগঠন কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের শতাধিক সদস্য। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি কয়েকটি ক্লিনিকের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ক্যাম্পে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে সেবা দেয়া হয়। 

এদিন সকালে ১০টায় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন তাবাস্সুম ফাউন্ডেশনের সভাপতি কানাডা প্রবাসী মাসুম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আহম্মদ আলী, সাংবাদিক মুন্সী মনিরুজ্জামান প্রমুখ। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)