Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:৩০:২৮ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর বাজার বণিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি বাজার চত্বরে সমিতির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। এছাড়া ফায়ার সার্ভিসের মহড়া শেষে সারারাত মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মমিনুল বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল। অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন বণিক সমিতির উপদেষ্টা ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, বণিক সমিত উপদেষ্টা বিল্লাল হোসাইন, সহ-সভাপতি ডা. কামরুজ্জামান, স্বপন বিশ্বাস, চা ব্যবসায়ী সমিতির সভাপতি খান রেজাউল করিম, ভ্যানচালক সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)