বটিয়াঘাটায় বীর মুক্তিযোদ্ধা সুধীজনের মিলনমেলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:২৮:৫৩ পিএম

খুলনা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান বয়োজ্যেষ্ঠ আলোকিত মহাত্মা সংবর্ধনা ও বীর মুক্তিযোদ্ধা সুধীজন মিলনমেলা।

শুক্রবার সকালে জলমা চক্রাখালি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মিলনমেলা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। উদযাপন কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ও সহকারী শিক্ষক মৃদুল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।

মূখ্য আলোচক ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মৎস্য অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, সমাজসেবক প্রফুল্ল কুমার রায়, ইউপি চেয়ারম্যান বিধান রায়।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায় সাংবাদিক অরূপ জোদ্দার প্রমুখ।

সংবর্ধিত আলোকিত মহাত্মাবৃন্দের মধ্যে প্রধান শিক্ষক (অব.) হরিপদ গাইন, শিক্ষক (অব.) নিকুঞ্জ বিহারী গোলদার, ডাঃ তারিনীকান্ত মন্ডল, রবীন্দ্রনাথ রায়, সমাজ সেবক শান্তিরাম দত্ত , প্রধান শিক্ষক (অব.) রনজিত কুমার মল্লিক, শিক্ষক (অব.) ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পি,এম,জি হরেন্দ্রনাথ গাইন, শিক্ষক (অব.) কার্তিক চন্দ্র রায়, অধ্যাপক জ্যোতিষ চন্দ্র মন্ডল (অব.), শিক্ষক (অব.) ধীরেন্দ্রনাথ বিশ্বাস, কালিপদ রায়, ব্যাংকার (অব.) জ্যোতিষ চন্দ্র মন্ডল ও সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগী।

উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার গোলদার, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, অ্যাড. রমেশ কুমার মল্লিক  প্রধান শিক্ষক (অব.) পংকজ কুমার মল্লিক, আ’লীগ নেতা রাজ কুমার রায়, সমাজসেবক হিরন্ময় রায়, সহকারী শিক্ষক লিটন মন্ডল, সহকারী শিক্ষক (অব.)  নিরন্জন কুমার রায়, সহকারী শিক্ষক চৈতী রায় প্রমুখ।

দিনব্যাপী প্রোগ্রামে মধ্যান্য ভোজের পর আলোচনা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি ।