অভয়নগরে আটদলীয় বঙ্গবন্ধু হা ডু ডু খেলা অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ২২ মার্চ , ২০২৩ ১৯:২১:৪৬ pm

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে উৎসবমূখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। কোটা মানব কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় শুক্রবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা পূর্বপাড়া তেমাথা সংলগ্ন মাঠে এ আট দলীয় এ হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়।

সমাজসেবক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন, ৪ নম্বর পায়রা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমীক ইউনিয়নের সভাপতি ফাল্গুণ মন্ডল ও পায়রাহাট ইউনাইটেড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জাকির হোসেন তরফদার।

অনুষ্ঠানের আয়োজন করে কোটা পূর্বপাড়া যুবসংঘ ও সার্বিক তত্বাবাধানে ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল।