শীতকালীন ক্রীড়ার যশোর জেলা পর্যায়ে খেলা সম্পন্ন

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৬:০৫:১৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক: ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে খেলা শনিবার শেষ হয়েছে। বিকেলে উপশহর ক্রীড়া উদ্যানে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, ক্রীড়া পরিচালনা কমিটির সম্পাদক সালাউদ্দিন ইউসুফ দিলু, মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, রুপদিয়া ওয়েলফোর একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, ইসলামীয়া  বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, প্রগতি বালিকা বিধ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকান্তি বিশ^াস প্রমুখ। বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে অভয়নগর উপজেলা দল (নওয়াপাড়া মডেল ম্যাধমিক বিদ্যালয়) এবং রানার্স আপ হয় যশোর সদর (নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট)। ছাত্র ভলিবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসাকে। ছাত্রী ভলিবলে চ্যাম্পিয়ন হয় সদরের আদর্শ বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।