Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ভাই-বোনদের হামলায় বড়ভাই জখম

এখন সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি , ২০২৬, ১১:৩৮:২৩ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আপন ভাই-বোনদের হামলায় বেধড়ক মারপিটের ঘটনায় বড়ভাই ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মনজ্ঞুরুল ইসলাম পলাশ (৪৮) রক্তাক্ত জখমের আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসানপুর বাজারে দক্ষিণ মাথায় মৃত আবুল হোসেনের বড়ো ছেলে মঞ্জুর আলম পলাশ (৪৮)। আহত পলাশকে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা শেষে মঞ্জুর আলম পলাশ নিজেই বাদী হয়ে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানায় সাধারণ ডায়েরি সুত্রে জানাগেছেপলাশ ও ভাইয়েরা একটি বহুতল ভবনে বসবাস করে। ওই বাড়ির নিচতলায় বসবাসকারী পলাশের দুটি পুষা বিড়াল ছোট ভাই জিয়াউল আলম উজ্জ্বলের একই ভবনের দোতলার বেলকনিতে আটক করে রাখাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে তার আপন বড় বোন রেহেনা পারভীন (৫৫), মেঝ ভাই জিয়াউল আলম উজ্জ্বল (৪৮), ছোট বোন রোকসানা পারভীন পলি (৪২) এবং বোনজামাই আবুল কালাম আজাদ (৪৮) একত্রিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালান।
হামলার সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার একপর্যায়ে তার সহধর্মিণী জেসমিন আক্তার ট্রিপল লাইনে ফোন করে পুলিশ ও স্থানীয়দের বিষয়টি অবহিত করলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে পলাশ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন । এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় দৈনিক স্পন্দনকে বলেন সাধারণ ডায়েরির উপরে হামলা ঘটনার তদন্তপূর্বক আইনগতভাবে ব্যাস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)