Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময়

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:২৮:৫৮ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সদস্য সচিব মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় সভায় মতামত প্রদান করেন, থানা বিএনপির আহবায়ক মতিয়ার রহমান ফারাজী, ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার মোল্যা, ভীম চন্দ্র দে, মো. মিন্টু, জাহিদ হোসেন, রেজওয়ান ফারাজী, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মিজানুর রহমান মোল্যা, রেজাউল ইসলাম রেজা ফারাজী, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা, শেখ সাইফার রহমান, মোল্যা আনোয়ার হোসেন, জহিরুল হক লিখন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)