Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাহিন্দ্রা চালক রিপন হত্যায় মৃত্যুদণ্ডের আসামি মাসুদ গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৩৬:৪৯ পিএম

শিশির রঞ্জন মল্লিক, খুলনা : খুলনার বটিয়াঘাটার মাহিন্দ্রা চালক ওহিদুর রহমান রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬। বৃহস্পতিবার ঢাকার রুপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা মোল্লা বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। র‌্যাব-৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সাতক্ষীরার ওহিদুর রহমান রিপন। পরের দিন খুলনার লবনচরা থানার মাধ্যমে রিপনের লাশের সন্ধান পান পরিবারের সদস্যরা। জানা গেছে, মামলার সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানা মোল্লাসহ ৪ জন পেশাদার ছিনতাইকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইদিন বিকেলে খুলনায় আসার জন্য সাতক্ষীরা থেকে মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে। খুলনায় আসার পথে তলা উপজেলার একটি ফাকা জায়গায় চলন্ত গাড়ির চালকের পেছনের সিটে বসা আসামিরা রশি দিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তিনি চিৎকার করতে থাকে। পরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে অঘাত করে মৃত্যু নিশ্চিত করে লবনচরা থানা এলাকার নির্জনস্থানে ফেলে মাহেন্দ্রা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে থানায় অসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো: মাসুদ রানা মোল্লাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো: মাসুদ রানা মোল্লার অবস্থান নিশ্চিত করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)