Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:৫৯:৩৩ এম

 

খুলনা প্রতিনিধি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো স্লোগান নিয়ে খুলনায় দুই  দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি যৌথ আয়োজনে সোমবার নগরীর গোলক মনি শিশু পার্ক চত্বরে এই মেলা শুরু হয়েছে।

এবারের তথ্য মেলায় ২২ টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তথ্যমেলার উদ্বোধন করেন।  খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে মেলার উদ্বোধনী দিনে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনার তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক-খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মঞ্জুর মোর্শেদ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)