Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জের এতিমখানায় হামলা, ভাঙচুর

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০১:০৮:২৬ পিএম

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক এতিমখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আলহাজ রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।

জানাগেছে, শিশু সদনের ছাত্ররা এশা ও তারাবির নামাজ আদায়ের জন্য এতিমখানা সংলগ্ন মসজিদে যায়। এ সুযোগ অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা শিশু সদনে ঢুকে শিশুদের কাপড়-চোপড়, বিছানাপত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে-কুচিয়ে টুকরো টুকরো করে ফেলে। তারা রুমের ফ্যানসহ বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় এতিমখানা ও পার্শ্ববর্তী এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেয়ার জন্য এতিমখানায় জড়ো হয়। অনেক শিশুকে নিয়েও গেছেন।

থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)