শালিখা প্রতিনিধি: শালিখা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান রোববার বিকালে অনুষ্ঠিত হয়। মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, জেলা সাব-রেজিস্টার মো. সেলিম মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সহ সভাপতি মুন্সী আবুল কালাম আজাদ, সহসভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কাসেম মীনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. রামমোহন দে মন্ডল, সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সী, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্লা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিকু প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস ও চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর। চারতলা ফাউন্ডেশনের দ্বিতীয়তলা নির্মাণ করা হবে।