স্কুলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৮:৪৮:০৮ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জিলবুনিয়া-কামলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন বিদ্যালয় সংলগ্ন কামলা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় ৪টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।  

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল মালেকসহ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও গ্রাম পুলিশের একটি দল উচ্ছেদ অভিযানে সহায়তা করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের স্থাপনা সরানোর জন্য নোটিশ ও মৌখিকভাবে বলা হলেও কর্ণপাত করেনি। প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।  

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান, কয়েক দফায় নোটিশ দেয়া হলেও দখলদাররা সেটি শোনেননি। জুন মাসের অর্ধেক শেষ হতে চলেছে।  সীমানা প্রাচীর  ও গেট নির্মাণের জন্য বরাদ্দের অর্থ এ মাসের মধ্যেই ছাড় করতে হবে। তাই নিয়ম মেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।