শালিখা তিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০২:৩৭:১৫ পিএম

 

শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রমে শালিখা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন প্রাপ্ত মহরার, নকল নবীস ও স্থায়ী কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষে পৃথক তিনটি প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ শালিখা সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে বুধবার অনুষ্ঠিত হয়। প্রথমে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মহরার,দ্বিতীয় নকল নবিশ ও সর্বশেষ স্থায়ী কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা রেজিস্টার মোহাম্মদ সেলিম মল্লিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার সাব রেজিস্টার ও শালিখার সাব রেজিস্টার (অঃ দঃ) এসএম আদনান নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সাব রেজিস্টার আইরিন রহমান সনি।

প্রথম পর্যায়ে শালিখাতে কর্মরত ৫২ জন মহরার, দ্বিতীয় পর্যায়ে নকল নবীশরা ও শেষ পর্যায়ে অফিসের স্থায়ী কর্মচারীগণ অংশগ্রহণ করেন।