শালিখা প্রতিনিধি: শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মো. আহসান হাবিব। তারুণ্যের শালিখা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আনীন হোসেন। প্রধান আলোচক ছিলেন মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ^াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল কাজী শরিফ উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক ইমরান নাজির, প্রভাষক পারভেজ রানা, সাবেক সভাপতি কাজী জাহিদ হাসান, প্রভাষক জাহিদ হাসান জয়, রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক মীর মুকাদ্দেস রিপন, সীমাখালী বাজার ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, খুলনা, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শালিখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাসরিফ আলম।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সীমাখালী মার্সেল গ্রুপ ও ইসলামি মাদরাসা।