সাংস্কৃতিক কর্মীরা বিদায় সংবর্ধনা দিলো ডিসি তমিজুল ইসলাম খানকে

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৫:৪৭:১২ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এসময় ফুলে ফুলে সিক্ত হয়ে আবেগ আপ্লুত জেলা প্রশাসক বলেন, প্রিয়জনের কাছ থেকে বিদায় নেয়া খুব কঠিন। তিনি বলেন যশোরবাসীর মায়ার বাঁধনে বাঁধা পড়েছি, যেখানেই থাকি মিস করবো এখানকার সংস্কৃতি প্রিয় মানুষজনকে। বিদায়ী অতিথি বলেন আমি গর্ব করেই বলবো যশোরের সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছি আর তাদের ভালোবাসা অর্জন করেছি। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি নামে বিদায়ের এই অনুষ্ঠানে ছিল বেদনার সুর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে বিদায়ী এই অনুষ্ঠানে  বক্তব্য রাখেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পদক অ্যাড. মাহামুদ হাসান বুলু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। এসময় মানপত্র পাঠ করেন  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। অনুষ্ঠানের শুরুতে ললিতা বিশ^াসের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত ‘ভরাথাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি সকলকেই আাপ্লুত করে দেয়। এই অনুষ্ঠান থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী, বিবর্তন, উদীচী, সুরবিতান, পুনশ্চ, সুরধুনী, যশোর সাহিত্য পরিষদ, দ্যোতানা সাহিত্য পরিষদ, শেকড়, থিয়েটার ক্যানভাস, ভবের হাট, চাঁেদর হাট, কিংশুক, স্পন্দন, নন্দনসহ জেলার ৩৫টি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিদায়ী অতিথি তমিজুল ইসলাম খানকে। উল্লেখ্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। ২৪ জুলাই যশোর ছাড়বেন তিনি।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সাহেদ নওয়াজ।