Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নিউজ টোয়েন্টিফোরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:৪৮:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির।

প্রধান অতিথি বলেন, নিউজ টোয়েন্টিফোর শুধু সাধারণ মানুষের কথাই তুলে ধরবে। সব সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে নিউজ করবে এটাই আমরা আশা করি। প্রতিনিয়ত নিজেকেই নিজের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে নিউজ টোয়েন্টিফোর সফল হবেই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন, এখন টিভির যশোর প্রতিনিধি রিপন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের যশোর জেলা প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)