ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বাংলাদেশে। যার স্বীকৃতি জাতিসংঘ এবং আমেরিকাও দিয়েছে।’
বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। এ সময়ে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে বলেন ‘বিদ্যুৎ এখন দেশের সব গ্রামে পৌঁছে গেছে। প্রত্যেকটি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত। তিনি বলেছেন, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলাতে রাস্তাঘাট উন্নয়ন ৮০ভাগ সম্পন্ন হয়েছে, বাকি কাজ চলমান রয়েছে।’ শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ আসিফ রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ^াস, আ’লীগ নেতা গফ্ফার বাওয়ালী প্রমুখ। উল্লেখ্য, শোভনা ইউনিয়নে ২ হাজার ৪৬২ জন মোট উপকারভোগীর মধ্যে বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৩৭৮জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী ৭২৪জন এবং অসচ্ছল প্রতিবন্ধীভাতাভোগী ৩৬০ জন।