খুলনা প্রতিনিধি : খুলনা ডিবি পুলিশ বটিয়াগাটা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ বয়াতী (২২) নামে এক যুবককে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। সে উপজেলার শান্তিনগর এলাকার মৃত জাফর বয়াতির ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির ইনচার্জ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে চক্রাখালি গ্রামের শফিউল আলম লিটনের বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।