নিজস্ব প্রতিবেদক : যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভর্তি অর্ধশত শিক্ষার্থীদের মাঝে প্রতিবছরের মত এ বছরও ‘স্কুল ড্রেস’ প্রদান করা হয়েছে। সঙ্গীতশিল্পী দেবলীনা সুর-এর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌর চন্দ্র মিস্ত্রী। সঞ্চালনা করেন সিনয়র শিক্ষক ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক খানজাহান আলী। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাছুমা আকতার, ফারুক হোসেন, সহকারী শিক্ষক সুমন কুমার দাস, আবু আনসার আলী, স্বপ্না রানী বিশ্বাস, রূপা রানী রাহা, মজনু হোসেন, আসমা খাতুন, মেহেদী হাসান প্রমুখ।