কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ ৩১ আগস্ট ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ’র দশম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের আজকের এই দিনে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান জানান, দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ আমানুল্লাহ’র নিজ গ্রাম উপজেলার ঝাঁপাঘাটের সমাধিস্থলে আজ বৃহস্পতিবার সকালে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সকাল ১০ টায় কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৃহিত কর্মসূচি সফল করতে তিনি সকলের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।