নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২২৯তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন।
সংগঠনের সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি শরীফ উদ্দিন ও কবি এম এ কাসেম অমিয় ।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশনেন আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, রাজপথিক, ভদ্রাবতী বিশ^াস, কুতুব উদ্দিন বিশ^াস, ডা. অমল কান্তি সরকার, শংকর নিভানন, ফাতিমা পারভীন, অ্যাড. মাহমুদা খানম, রেজাউল করিম রোমেল, শ্রী হাজারি লাল সরকার. শরীফ হোসেন ধীমান, মো. মনিরুল ইসলাম, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম প্রমুখ।