দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে একাধিক জিআর ওয়ারেন্টভ‚ক্ত আসামি গ্রেফতার হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ আসামী সেকেন্দারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনজুরুল আলম (২৩)কে গ্রেফতার করে।