ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০২:৫০:২৩ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় উৎসবের মধ্যদিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে আলোচনাসভা শেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস এবং প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের জেলার সাধারণ সম্পাদক বিমান সাহা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবক প্রফুল্ল কুমার রায়, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, জেলা আ’লীগ নেতা অ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, কেন্দ্রীয় যুবলীগ নেতা চৈতালী হালদার, কেন্দ্রীয় মতুয়া সংঘের প্রচার সম্পাদক শ্রী হরিপদ ধর, জিয়েলতলা মহামায়া আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সুরঞ্জিত বৈদ্য, বিমল কৃষ্ণ সানা, গাজী হুমায়ুন কবির বুলু, শেখ রবিউল ইসলাম, মনোজিত বালা ও সমরেশ মন্ডল, আ’লীগের মোল্যা সোহেল রানা, শেখ ইকবাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খান।

আরও বক্তব্য দেন অরিন্দম মল্লিক, কবি তুষার দত্ত, বিভা রানী বিশ^াস, উত্তম বিশ^াস, রতন ভদ্র, অ্যাড তমাল কান্তি ঘোষ, কিরণ চন্দ্র বৈরাগী, নারায়ন মন্ডল, দীনেশ মন্ডল, প্রভাষক কার্তিক সাহা, অতুল কৃষ্ণ পাল, বিশ^নাথ দে, জয়দেব আঢ্য, শিশির মন্ডল, সুরঞ্জন ঘোষ, সুশিল রায়, অশোক দেবনাথ, গনেশ মন্ডল, মনোরঞ্জন দাস, সঞ্জয় কবিরাজ, নির্মল চন্দ্র দেবনাথ, আশীষ কুন্ডু, প্রভাষক অমিত বিশ^াস অপু, রঞ্জন জোর্দ্দার, প্রনব রাহা, তুষার মল্লিক, দেবাশীষ বিশ^াস, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, জ্যোতিন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য পলাশ হালদার, অসিম হালদার, পঙ্কজ মন্ডল, তপন রায়, সুধাকর মন্ডল, ইউপি সদস্য তাপস ফৌজদার, আ’লীগ নেতা কাজী আব্দুল মজিদ, সুকৃতি মন্ডল, মনোজ সরকার, ভবেশ মন্ডল, ভবোতষ মন্ডল, লিটন বিশ^াস, কার্তিক দাস প্রমুখ।