ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বর্ণাঢ্য র‌্যালি

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:২৯:২১ এম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে এবং ফকিরহাট আউট অব স্কুল চিড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহ্লাদ চন্দ্র দেবনাথ, শিক্ষক ঢালী আল-মামুন মোর্তজা, সূখী মানুষ প্রোগ্রাম ম্যানেজার সরদার নিশাত, সুপারভাইজার চম্পা বেগম প্রমুখ।

এসময় সুখী মানুষের প্রোগ্রাম সুপারভাইজার শেখ আল-আমিন, মাধব কুমার শীল, সুখী মানুষ বিদ্যালয়ের শিক্ষক সাইলা নাজনীন, বৃষ্টি পোদ্দার, মো. আলমগীরসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।