ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার বানিয়াপুকুর পঠিয়াবান্দা উদয়ন সংঘের আয়োজনে ফ্রেন্ডস্ কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইস্টার্নগেট রূপক স্বাধীন ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে বিপিজিপি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রূপক স্বাধীন ফুটবল একাডেমী ৫-১ গোলের ব্যবধানে টোলনা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের হাসান ৩টি গোল করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। জামিরা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীর কুমার হালদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরেদৗস নিশা। বিশেষ অতিথি ছিলেন জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোর্শারফ হোসেন মোড়ল, তাপস কুমার বিশ^াস, প্রেমচাঁদ দাস, সহকারী অধ্যাপক প্রীতিশ চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা অজয় নন্দী। প্রভাষক সমীর কুমার বিশ^াসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নব কুমার বৈরাগী, নবিরুল ইসলাম রাজা, মোঃ কামরুজ্জামান বিশ^াস, সাবেক সদস্য আঃ গণি গাজী, শিক্ষক অনুপম বিশ^াস, বুদ্ধদেব মন্ডল, অমরেন্দনাথ সরকার, পরিমল কান্তি বিশ^াস, সুশান্ত কুমার বৈরাগী, অশোক মন্ডল, পার্থ চক্রবর্তী, তাপস সরকার, শিমুল বৈরাগী, দিলীপ মন্ডল, বিকাশ চন্দ্র বিশ^াস প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।