কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে কয়রার আংটিহারা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার উদ্যোগে জনসাধারণের মাঝে ৩ শতাধিক ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ের সামনে সংস্থার সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি আহাদ আলী খান, সদস্য শাহ আলমগীর মিলন, আতিয়ার রহমান, শাহিনুর, মুকুল বিশ্বাস, সঞ্জয় মন্ডল, সবুজ খান, আবু রায়হান খান, সাঈদ গাজী, আনিসুর, জুলকার নাইম প্রমুখ। এ সময় গাছের চারা বিতরণ শেষে সংগঠনের সদস্যরা তাদের র্কাযালয়ের আশপাশ এলাকার রাস্তার দুইপাশে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষরোপণ করেন।