Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পল্লী দলিত সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৫:৪২:৫০ এম

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনি এলাকার দক্ষিণ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। দলিত ও পল্লী দলিত সংস্থার উদ্যোগে শনিবার সকালে সংস্থার কার্যালয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শিবুপদ দাসের সভাপতিত্বে ও সন্দীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজান আলী শেখ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলু রহমান, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রভাষক রতন কুমার দত্ত, পিডিএস এর কোষাধ্যক্ষ অমল কুমার দাস, আ’লীগ  নেতা আলহাজ রফিকুল ইসলাম, পিডিএস এর কনসালটেন্ট শুকদেব কুন্ডু, মধুসূদন মন্ডল, অসীম কুমার দাস, পল্লী চিকিৎসক সরজিত দাস, অমর কান্তি ঘোষ, জয়ন্ত দাস প্রমুখ।

অনুষ্ঠানে ৩০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান ও ১০০ জন দরিদ্র কৃষকের মাঝে বৃক্ষ প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)