ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ খালসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টম্বর) দুপুর ১২টায় নলধা-মৌভোগ খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজিত পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ইউপি সদস্য মৃদুল সরদার, মোস্তফা শেখ সহ অন্যান্যরা।
এদিন রুই, কাতলা, মৃগেল, কই, শিং, মাগুর চিতল, বাইন, টেংড়া, শোল, ভেটকী ও খলিশা মাছের পোনা অবমুক্ত করা হয়।