পাইকগাছায় অজ্ঞান পার্টির আরও দুই সদস্য গ্রেফতার

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৪:১১:২৭ এম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অজ্ঞান পাটির আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের গদাইপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গত ৯ সেপ্টেম্বর ফেরদৌস ঢালী (৫৪) গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতের অভিযানে গদাইপুর থেকে একরামুল জোয়াদ্দারের ছেলে এনামুল জোয়াদ্দার (২৪) ও একই এলাকার শফিকুল গাজীর ছেলে রুবেল হোসেনকে (২০) গ্রেফতার করা হয়।

উপজেলার রাড়ুলীতে চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে চুরি করার মামলায় তিনজনকে আটক কর হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাতে রাড়ুলি মেহেদি হাসানের বাড়ি ও ৮ সেপ্টেম্বর গদাইপুর গ্রামে বিকাশ ঘোষের বাড়িতে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, সোনা ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জন্য আদালতে বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।