দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্যাশন গার্মেন্টস ট্রেডের ২৫ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাইয়ুম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ওয়ারেছীন কবির, ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, জবপ্লেসমেন্ট অফিসার জাহিদুল আহছান।