Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৪১:০০ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া নূরানী হাফিজিয়া কওমী মাদরাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে শনিবার দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

বাঘারপাড়া উপজেলার হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা আব্দুুল হক হাফিজাহুল্লা এবং দ্বিতীয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় জোন ২ এর সভাপতি কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা ক্বারী সায়ীদুর রহমান ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় জোন ২ এর সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, জেলা সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কারি মাওলানা সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় জোন ২ এর সাধারণ সম্পাদক হাফেজ মীর মহর আলী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ ।

সমাবেশে এদিন বাঘারপাড়া উপজেলার ৬ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সকল হাফেজি মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শিক্ষা দেয়া হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা বাঘারপাড়া শাখার উদ্যোগে আজকের এ আয়োজন। সার্বিক সহযোগিতায় ছিলেন জামদিয়া নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা কর্তৃপক্ষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)