ফুলতলা (খুলনা) প্রতিনিধি: সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, স্থানীয় সরকার প্রবর্তন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ফলে বর্তমানে সকল নাগরিকরা নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন স্থানীয় সরকারের মাধ্যমে। স্থানীয় সরকারও সেইভাবে দায়িত্ব নিয়ে সকল সুযোগ সুবিধা ইউনিয়নে বসে প্রতিটি গ্রামে পৌছে দিচ্ছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরশ^রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে সব কিছু করছেন।
তিনি রোববার বিকেলে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার এর উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাসনীম জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত। উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ওসি মোহাম্মদ আব্দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু ,মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি সদস্য সাদিয়া ইসলাম নয়ন, ডালিয়া পারভীন, লিপি খাতুন, শামীম সরদার, সাইফুল ইসলাম, আঃ সাত্তার মামুন প্রমুখ।