নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার নতুন পাইকারি কাঁচা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
মেসার্স শরীফ ভান্ডার নামে একটি প্রতিষ্ঠান আলু ও পেঁয়াজ যথাযথভাবে বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সোনালী ভান্ডার নামে আরেকটি প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম ও জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম। তাদের সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।