ফকিরহাটে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০২:৫৯:২১ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের ফকিরহাটে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকলিয়া চিত্রা নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। কলকলিয়া ত্রি-পল্লী মাঝি মিলন সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার ও মঙ্গলবার বিকেলে চিত্রানদীতে নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে হাজারো নারী-পুরুষসহ নানা বয়সের দর্শনার্থী ভীড় জমায়। এতে ১৪টি নৌকা অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে আসা অসংখ্য দর্শনার্থী ট্রলার ও নৌকায় করে নদী ভ্রমণের মধ্য দিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মূলঘর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক মহাদেব বিশ্বাস মদন ও পিযুষ কান্তি সরকার, মনোজ মজুমদার, সুশাান্ত মজুমদার প্রমুখ।