Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:৩১:১১ পিএম

 

ফুলতলা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে পরিবেশ অধিপ্তরের বিভাগীয় কার্যালয় কর্মশালাটির আয়োজন করে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প আওতায় মঙ্গলবার কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন বলেছেন, দেশের মিল কল কারখানা ও বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ নিয়ন্ত্রণের কোন সুব্যবস্থা নেই। এর ফলে দিন দিন শব্দ দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। বর্তমানে দেশের ২০ ভাগ লোক শব্দ দুষণে আক্রান্ত। এর প্রতিকার করতে হলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ছাড়া ১৬ বছরের নিচে শিশুদের স্মার্ট মোবাইল ব্যবহার দিন দিন বেড়ে যাওয়াটা উদ্বেগের।

ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খুলনা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান।

খুলনা জেলা ক্ষুদে বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান এস এম হুসাইন বিল্লাহ’র পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম জুলফিকার আব্দুল্লাহ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, প্রধান শিক্ষক মনিরা পারভিন, প্রশান্ত কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক সেলিনা খাতুন, সন্দীপন রায়, বিজয় কৃষ্ণ হালদার, খান ইমরান হোসেন, নিরঞ্জন প্রসাদ বিশ^াস। কর্মশালায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)