কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রাখী ব্যানার্জী। রোববার সকালে তিনি কচুয়ায় নিজ কার্যালয়ে যোগদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন রাখী ব্যানার্জী।
নবাগত া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, আমি কচুয়ার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই।