ক্রীড়া প্রতিবেদক : যশোরে অচিরেই শুরু হবে ব্যাডমিন্টন লিগ। আসন্ন এ লিগের জন্য এন্ট্রি আহবান করা হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার এফিলিয়েটেড ক্লাব এন্ট্রি করতে পারবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে ক্লাবের নিজস্ব প্যাডে দল এন্ট্রি করতে বলা হয়েছে। এন্ট্রি ফি ৩শ’ ও খেলোয়াড় নিবন্ধন ফি ৫০ টাকা। একটি ক্লাবে হয়ে কমপক্ষে ৪ খেলোয়াড় অংশ নিতে পারবে। ইভেন্ট পুরুষ একক ও দ্বৈত। যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান বলেন, ব্যাডমিন্টনে ১১টি ক্লাব ক্রীড়া সংস্থার এফিলিয়েটেড। আশা করছি আগামী মাসের (অক্টোবর) দ্বিতীয় সপ্তাহে লিগ শুরু করতে পারবো।