ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের বানিয়াখালী এলাকায় ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বানিয়াখালী এলঅকার হলধর বাগচীর ছেলে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্র থকে জানা গেছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বানিয়াখালী গ্রামের সন্তোষ বাগচীর ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী আকস্মিক মাটিতে ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, তিনি এ বিষয়টি জানেন না। তাকে কেউ এ বিষয়ে অবগত করেনি।