Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর রেলস্টেশনে যবিপ্রবির শিক্ষার্থী ছুরিকাহত

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৫:৪৫:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী ছুরিকাহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতের নাম আদনান হোসেন (২৫)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ তোফায়েল হোসেনের ছেলে। আদনান যবিপ্রবির দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আদনান জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি যশোর রেলস্টেশনে ছিলেন। ট্রেনে ওঠার আগ মুহ‚র্তে  কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। কারা কি কারণে তাকে ছুরিকাহত করলো তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আদনান। সার্জারী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত আদনানের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)