নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্রাচার্য এমপি বলেছেন, বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই মহান নেতার কারণে বাঙালি জাতি তার নিজস্ব পরিচয়ে স্বাধীন দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীস্টান ঐক্যবদ্ধভাবে বসবাস করছে। যা দেখে প্রতি হিংসার আগুণে জ্বলে পুড়ে জামায়াত-বিএনপি এদেশকে আবার পাকিস্তানি রাষ্ট্র বানানোর পায়তারা করছে। তারা ৭৫ এ জাতির জনককে হত্যা করেছে, এবার আবার ষড়যন্ত্রের মাধ্যমে অসা¤প্রদায়িক চেতনার সরকার আওয়ামী লীগকে সরিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়। কিন্তু তাদের সে আশা আর কোনদিন এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জামায়াত-বিএনপিকে প্রতিহত করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।
বুধবার রাত ১০ টার সময় বেনাপোলের শ্রী শ্রী ব্র² হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রমে দুইদিনব্যাপী নির্যান তিথি মহোৎসবের সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বেনাপোলের শ্রী শ্রী ব্র² হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী তাপস বিশ্বাসের সভাপতি ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাসের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে একটি অসা¤প্রদায়িক স্থীতিশীল সরকার আছে বলেই আমরা পর্যায়ক্রমে উন্নত হচ্ছি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান বুকে বুক মিলিয়ে সহমর্মিতার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। আজ সারা বাংলাদেশের সাথে আমার শার্শা উপজেলাতে আমূল পরিবর্তন হয়েছে। এখানকার মসজিদ, মন্দির গীর্জা, প্যাগোডা সব একযোগে উন্নতীকরণ করা হয়েছে। সেসাথে এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষারয় দৃষ্টিনন্দন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এসকল উন্নয়ন করা সম্ভব হয়েছে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করার জোর দাবি জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ নাসির উদ্দিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, নাভারন সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সূধীবৃন্দ।