বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রবীণ নেতা বদর উদ্দিন মোল্যার সাথে মতবিনিময় করেন তিনি।
পরে জহুরপুর ইউনিয়নের জহুরপুর বাজার, নরসিংহপুর, মাঝিয়ালী এলাকাসহ এ ইউনিয়নে সরকারের উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। গণসংযোগকালে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
তাই উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। এসময় বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।