Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগে শুভ সূচনা করলো কাজল স্মৃতি সংঘ

এখন সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৯:০১:২৯ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোর দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ শুরু হয়েছে  সোমবার থেকে। শুভ সূচনা করছে কাজল স্মৃতি সংঘ। বিকেলে স্থানীয় জিমনেসিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাইন্ডে উদ্বোধনী খেলায় কাজল স্মৃতি সংঘ ৫৩-১২ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে গোলাম মোস্তফা সিদ্দিকী স্মৃতি সংঘকে। লিগের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর। সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সহসভাপতি জাহিদ হাসান টুকুন । স্বাগত বক্তব্য রাখেন বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ  আকসাদ সিদ্দিকী শৈবাল। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ সফী, যুগ্মসম্পাদক এবি এম আখতারুজ্জামানসহ ক্রীড়া  সংস্থা ও বাস্কেটবল পরিষদের নেতৃবৃন্দ। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের আসরে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে ৯ টি দল। উদ্বোধনী ম্যাচ বাদে প্রতিদিন লিগের ২ টি করে ম্যাচ হবে। ৩ গ্রæপের ৩ টি চ্যাম্পিয়ন দল নিয়ে হবে সুপার থ্রি পর্ব। এখান থেকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ হয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে।  আজকের খেলা : কাজল স্মৃতি সংঘ বনাম রেইনবো ক্রীড়া সংসদ (বিকেল ৩ টায়) এবং এপিক বাস্কেটবল একাডেমি বনাম সিটি ক্রীড়া চক্র (বিকেল ৪ টায়)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)