যশোরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি পালন

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০১:৩২:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যশোর জেলার নেতৃবৃন্দ সোমবার দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ক্যাডার বৈষম্য নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন, কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয়, পদ আপগ্রেডেশন, যোগ্য কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতি, ক্যাডার কম্পোজিশন সুরক্ষাস বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। তারা এদিন কোনো কাজ করেননি। এমনকি সরকারি কলেজগুলোতে কোন  ক্লাশ হয়নি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোরের সহসভাপতি ও যশোর সরকারি মহিলা কলেজের কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস বলেন, কর্মবিরতি পালন করার কারণে আমরা কোনো কাজ করিনি, শিক্ষার্থীদের ক্লাস নেয়নি। যশোরের সব কলেজে একই রকম  ভাবে কর্মবিরতি পালন করা হয়েছে। যদি আমাদের দাবি পূরণে সরকার আন্তরিক না হন, তাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর তিনদিনের কর্মবিরতি পালন করা হবে। একই অবস্থা ছিল যশোর শিক্ষা বোর্ডে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, তারাও কোনো ফাইলে স্বাক্ষর করেননি। যারা দূরদূরান্ত থেকে এসেছেন শুধু তাদের সেবা প্রদান করা হয়েছে।