যশোরে প্রথম আলোর রজতজয়ন্তী অনুষ্ঠান

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১২:৩০:০০ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : আপোশহীন থেকে গত ২৫ বছর ধরে প্রথম আলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে দেশের অগ্রগতিকে অবদান রেখে চলেছে। আরো অন্তত ১০০ বছর এভাবেই পত্রিকাটি দায়িত্ব পালন করুক।
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোরে প্রীতি শুভেচ্ছা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
বিকাল সাড়ে চারটায় যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা কথা পর্ব শুরু হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এশিয়ার নোবেল খ্যাত ম্যাগ সাইসাই পুরস্কার জয়ী আঞ্জেলা গোমেজ, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবির, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নাট্য সংগঠন বিবর্তন যশোর’র সভাপতি নওরোজ আলম খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম, যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা।
শুভেচ্ছা কথামালার মাঝে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।