Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাকিবের বাড়ির সামনে বিজিবি ও পুলিশ প্রহরা

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ১০:১৩:৫৩ পিএম

 

মাগুরা প্রতিনিধি : বিশ্বসেরা  অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের বাড়ির সামনে পুলিশি এবং বিজিবি পাহারা বসান হয়েছে। রোববার বিকেল চার টায় মাগুরা ১ সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে সাকিব আল হাসানের নাম ঘোষণার আগেই পুলিশ এবং বিজিবি পাহারা বসান হয়েছে। শনিবার সন্ধ্যার পর এমন দৃশ্য দেখা গিয়েছিল। সাকিব আল হাসানকে মাগুরা ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাড সাইফুজ্জামান শিখর মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার সমর্থকদের প্রতিক্রিয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন  আশংকায় পুলিশের পাশাপাশ বিজিবি প্রহরা বসান হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ এ ধরনের তথ্য জানান।

উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ সয়সদ নির্বাচনে মাগুরা ১ মাগুরা ২ ও ঢাকা ১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)