ক্রীড়া প্রতিবেদক : যশোরে শনিবার দিনব্যাপী এথলেটিকস প্রতিযোগিতা হয়েছে। সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে হয় এ প্রতিযোগিতা। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে (বার্ষিক কর্মসূচি ২০২৩/২৪) যশোরের ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসা অংশ নেয়। এর মধ্যে ৪৬ বালক ও ৩৭ বালিকা। দুপুরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ। সভাপতিত্ব করে জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এথলেটিকস পরিষদের সম্পাদক নিবাস হালদার। মোরগ লড়াই (বালক-বড়) প্রথম কারবালা মাদ্রাসার ফাহিম হোসেন,দ্বিতীয় কারবালা মাদ্রাসার মেহেদী হাসান এবং তৃতীয় বি এ এফ শাহিন স্কুলের মাহী হোসেন। মোরগ লড়াই (বালক-ছোটো)- প্রথম গোলাম মোস্তফা, দ্বিতীয় রায়হান গাজী ও তৃতীয় হোসাইন আহমেদ। ব্যাঙ লাফ প্রথম কারবালা মাদ্রাসার ইয়াসিন, দ্বিতীয় সুলতানপুর স্কুলের সাকিম ও তৃতীয় কারবালা মাদ্রাসার আবু জাফর। ব্যাঙ লাফ (বড়) প্রথম কারবালা মাদ্রাসার ফাহিম , দ্বিতীয় তহসিন। ব্যাঙ লাফ (বালিকা) প্রথম সুমাইয়া খাতুন,দ্বিতীয় ইয়াসমিন এবং তৃতীয় যৌথ ভাবে আফরিন ও সুমাইয়া। ৫০ মিটার দৌড়- প্রথম সাহাদ, দ্বিতীয় গোলাম মোস্তফা ও তৃতীয় সাকিন। ১০০ মিটার দৌড়- প্রথম মুরসালিন, দ্বিতীয় ইয়াসিন আলী ও তৃতীয় শাওন বিশ্বা। দীর্ঘ লাফ (বড়) - প্রথম ফাহিম, দ্বিতীয় শাওন বিশ্বাস ও তৃতীয় মেহেদী হাসান। দীর্ঘ লাফ (ছোটো) - প্রথম সাহাদ, দ্বিতীয় গোলাম মোস্তফা ও তৃতীয় সাকিন।