ফরহাদ খান, নড়াইল: নড়াইলে বৈরী আবহাওয়ার শীতের প্রকপ বৃদ্ধিতে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’। শুক্রবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরসহ বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আজগর আলী, সমাজসেবক শহীদ খান, শিক্ষিকা সামাউন নাহার বৃষ্টি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’ এর সভাপতি জাকারিয়া খান, সাধারণ সম্পাদক রাফিউল হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক সামিউল মৃধা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম আলম, প্রচার সম্পাদক সাব্বির রহমান, কম্বল বিতরণের সমন্বয়কারী সুরাইয়া কুমু, শেখপাড়া বাতাসী গ্রামের কিবরিয়া শেখসহ শীতার্ত মানুষেরা।
সংগঠনের সভাপতি জাকারিয়া খান বলেন, ‘চলো পাল্টাই বাংলাদেশ’ পাঁচ বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের বস্ত্রদান, চিকিৎসাসেবাসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর শীতের শুরুতে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখতে চাই। ‘চলো পাল্টাই বাংলাদেশ’ বর্তমানে নড়াইলসহ ১০টি জেলায় সেবামূলক কাজ করে যাচ্ছে।